সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কৃষি কারিগরি কলেজ এলাকার একটি জনশূন্য বাড়ির কাঁঠালগাছে এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশকে খবর দিলে, মরদেহ উদ্ধারের পর এটি আত্মহত্যা না হত্যা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মৃত নারীর নাম সখিনা বেগম (৪০)। তিনি মৃত বেলাল হোসেনের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি স্থানীয় বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে ঢাকায় পোশাক কারখানায় কর্মরত। বুধবার ভোরে স্থানীয়রা গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি ও র‌্যাবকে জানিয়েছে।

স্থানীয়দের ধারণা, সখিনা বেগমকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ গাছে ঝুলিয়ে রেখে গেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও আত্মহত্যার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, “দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়। অধিকতর তদন্তের জন্য সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে।” থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানিয়েছেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে পুলিশ জানিয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ