ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা (ডুসা) এর আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাহারিয়া নাজিম শাওন ও সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন কমিটিতে আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী খন্দকার ফাহিম উজ্জামান। তার বাড়ি উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. আসিফ আব্দুল্লাহ। সে পৌর এলাকার বাঁকাইল গ্রামের বাসিন্দা। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ‘প্রতিভার বিকাশই আমাদের মূল লক্ষ্য’ এই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে ২০১৭ সালে এ সংগঠনটি যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনটি আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, গুণীজন সংবর্ধনা, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, আলফাডাঙ্গাস্থ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার সময় সার্বিকভাবে সহযোগিতা প্রদান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতে যাওয়া শিক্ষার্থীদের আবাসিক সুবিধার ব্যবস্থা, ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য টিউশনির ব্যবস্থা করা, মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থাসহ নানা ধরণের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ