ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়াডাঙ্গী মোড় রোড এলাকায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে ফারহানা আক্তার সোনালী (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। নিহত সোনালী ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন যাত্রী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ পাকা সড়কে সদর উপজেলার পীরগঞ্জ বালিয়াডাঙ্গী মোড় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ৬ জনের মধ্যে আহত ৫ জন’কে ঠাকুরগাঁও ২৫০ শ্যাযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু জন নারী, তিন জন পুরুষ। আহত’রা হলেন,মুক্তা বেগম(৩৬)আবরার নাঈম রিদম (১৫) লাভলী বেগম( ৪০) মিজান (৩৫) ও অটোরিকশা চালক সাহজামাল সাজু(৩০)।
এ বিষয়ে সদর থানার ওসি শহিদুর রহমান জানান, জেলার পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী সবজিবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটিকে আটক করে পুলিশ।এবং এই বিষয়ে আইনগত বস্তা নেওয়া হবে বলে জানান তিনি।
বার্তাবাজার/এসএইচ