আইন-শৃঙ্খলার উন্নয়ন,অপরাধ দমন এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কামারখন্দ থানা পুলিশের উদ্যোগে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মির্জা আব্দুস সামাদ, ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান মোহাম।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে বিট পুলিশিং সভায় ভদ্রঘাট ইউনিয়নের আইন-শৃঙ্খলার উন্নয়ন, সব-ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ, মাদক ও জোয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্সে থানা পুলিশকে সব-ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান থানার ওসি মোখলেছুর রহমান। এছাড়াও সভায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা সহ মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারিবারিক অনুশাসন, মূল্যবোধের উপর গুরুত্ব দেয়া সহ সন্তানদের প্রতি পিতা-মাতার খেয়াল রাখার আহবান জানানো হয়।
বার্তাবাজার/এসএইচ