নির্বাচনের সময় কমিশন যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শুক্রবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জে এক সফরে এসে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের পর তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, নির্বাচনের সময়ে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকে। তাই, সে সময় কমিশন যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যেভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, বাংলাদেশ পুলিশ নির্বাচনী দায়িত্বও সেভাবে পালনের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের সামর্থ্য ও অভিজ্ঞতা রয়েছে। নির্বাচনে কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, জেলা পুলিশ লাইনসে ২০০টি পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই