ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(২৫ নভেম্বর) সোমবার ভোর ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার নজেন বৈদ্যের ছেলে উজ্জ্বল বৈদ্য ও একই উপজেলার কালাম ঘরামীর ছেলে ইসমাইল ঘরামী। সোমবার বেলা ১১ টায় আশুগঞ্জ থানা পুলিশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি টাটা এক্স-২ ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাহ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এসএইচ