সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুটমিলস এবং জাতীয় জুটমিল পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় কওমী জুটমিলের ১ নং মিলগেট রায়পুরে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কওমী মজুমদার ইউনিয়নের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি কর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব। এছাড়া বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান, জেল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা জাসাস আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মাহমুদ রানা এবং জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কওমী জুটমিল শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. হাসান শেখ। কর্মসূচিতে কওমী জুটমিল পুনরায় চালুর জোর দাবি জানানো হয়।
বার্তাবাজার/এসএইচ