কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে স্থানীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এ সময় করগাঁও বাজারের সেবা ডিপার্টমেন্টাল স্টোর, নাজিম মিষ্টি বিতান এ্যান্ড হোটেল, হারুন মিষ্টি বিতান এ্যান্ড হোটেল এবং রিশম এন্টারপ্রাইজসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে ৭,৫০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন,এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এসএইচ