নীলফামারীর ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরা খাতুন (১০) ও তার ছোট ভাই হাছিনুর রহমান (৫) মারা গেছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের সন্তান।
নিহতদের পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ির আঙ্গিনায় টাঙানো একটি জিআই তারে কাপড় শুকাতে যান জহুরা। কিন্তু শর্ট সার্কিটের কারণে তারটি বিদ্যুতায়িত ছিল, যা জহুরার অজানা ছিল। তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ দৃশ্য দেখে তাকে বাঁচাতে ছোট ভাই হাছিনুর ছুটে গিয়ে বিদ্যুতায়িত তার ধরলে সেও স্পৃষ্ট হয়। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই জহুরার মৃত্যু হয়। গুরুতর আহত হাছিনুরকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের বাবা জয়নাল আবেদীন বলেন, আমার মেয়ে তো শুধু কাপড় শুকাতে গিয়েছিল। আমরা জানতাম না তারটি বিদ্যুতায়িত ছিল। দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ