ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে প্রায় বিশ লাখ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ করেছে ২৫ বিজিবির সদস্যরা। রোববার (১ ডিসেম্বর) বিকেলে মুকুন্দপুর বিওপির টহলদল এসব ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেন।
এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে উপজেলার চাঁনপুর এবং সেজামোড়া এলাকা থেকে ভারতীয় ৬,৬১৫ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য ১৯,৯৮,৫০০/- (ঊনিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।
বার্তাবাজার/এসএইচ