মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে ফুলপুর হাসপাতাল এলাকার তিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। সোমবার উপজেলার হাসপাতাল রোডে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানের খবর পেয়ে অনেক ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান মালিকরা।

অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ও নিষিদ্ধ ওষুধ বিক্রি,এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ সহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

 

বার্তাবাজার/এসএইচ