মাইক্রোবাসের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় কালো রঙের একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার বিদ্যানগর গ্রামের মোঃ রায়হান উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৫), হরিপুর গ্রামের মৃত আব্দুল মোবারকের ছেলে রুবেল মিয়া (৩৫), নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার জাহাজাদপুর গ্রামের মৃত নুরুল হুদার ছেলে মেহেদী হাসান (৩৯) ও আকরামুল। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ব্রাম্মণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয় মাইক্রাবাসে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ কর আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে মাইক্রাবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ১৯.৫ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মূলহোতা আসামী সোহেলসহ তার সহযাগী রুবেল, মেহেদী ও আকরামুলকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আক্কেলপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ