চট্টগ্রাম আদালতে মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ মসজিদ ভাঙচুরের প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণ জমায়েত ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের কয়েক হাজার তৌহীদি জনতা একত্রিত হয়। পরে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ইসকন নিষিদ্ধের দাবীতে বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়। আলফাডাঙ্গা উপজেলার উলামা মাশায়েখ ও তৌহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক গণ জমায়েতে মিলিত হয় তারা।
এসময় উপজেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আহসানুল্লাহ’র পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা তামিম আহমেদ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, উপজেলা আরাফাতের কল্যাণ সাথীর সভাপতি মাওলান আবুল বাশার, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতি ইবাদত হোসেন, ইসলামি আন্দলোনের উপজেলা শাখার সভাপতি মুফতি ইকরাম হোসেন। গোপালপুর ইউনিয়ন ক্বওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মাওলানা আজিজুল্লাহ, মাওলানা শোয়াইব হোসাইন, মাওলানা ইয়াছিন আলী, মাওলানা আলী আকবার, হাফেজ আল-আমিন, মাওলানা আবু মুসা, মুফতি ইলিয়াছ হোসাইন, মাওলানা আকিদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক ও হাফেজ মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। মসজিদে ভাঙচুর চালিয়েছে। ইসকন নামের জঙ্গি সংগঠন উদ্দেশ্যপ্রনোদিত ভাবে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। চট্টগ্রামে হামলায় নিহত মুসলিম আইনজীবী আলিফের হত্যার দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
বার্তাবাজার/এসএইচ