রাজধানী উত্তরায় ধারালো অস্ত্রসহ সাত কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ ডিসেম্বর) ভোরে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, উত্তরার জমজম টাওয়ার এলাকা থেকে হাউস বিল্ডিং যাওয়ার জন্য ভুক্তভোগী আলমগীর হোসেন ও তার বন্ধু গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টায় একটি অটোরিকশা নেন। এমন সময় একই স্থানে যাওয়ার জন্য গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এক সদস্যও আরেকটি রিক্সায় নেয়। রিক্সাটি হাউস বিল্ডিং পৌঁছালে ওই কিশোর জ্ঞান সদস্য কথার ছলে তাদেরকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। যেখানে আগে থেকেই কিশোরগ্যাংয়ের ৭-৮ জন অবস্থান করছিল।
একপর্যায়ে আলমগীর ও তার বন্ধুকে কিশোরগঞ্জ সদস্যরা জোর করে লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় নিয়ে যায়। এমনকি ধারালো ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ১৯ হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় এবং তাদেরকে আটকিয়ে রেখে আলমগীরের বাবার কাছ থেকে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু আলমগীরের বাবা টাকা নেই বলে টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাং সদস্যরা তাদের দুজনকে মারাত্মক যখম করে সেখান থেকে চলে যায়। উক্ত ঘটনায় আলমগীর বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
ডিসি আরও জানান, মামলার পর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী মুন্না ওরফে চিকা মুন্না ওরফে ইমরান হোসেন (২৪) ও তার সহযোগী ৬ কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাকু, দুটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ