জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো গবেষণা কর্মশালা।
গত রবিবার (১লা ডিসেম্বর) আয়োজিত “সামাজিক গবেষণার প্রাথমিক ধারণা” শীর্ষক এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচডি এবং নেদারল্যান্ডস থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ড. বখতিয়ার উদ্দিন তাঁর বক্তব্যে তরুণদের গবেষণার প্রতি আরও বেশি আগ্রহী হতে হবে এবং সমাজের সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করতে হবে বলে মতামত প্রদান করেন। এ ছাড়া কর্মশালায় সামাজিক গবেষণার প্রাথমিক ধারণা, গবেষণা প্রস্তাবনা, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের ধাপ আলোচনা করা হয়। একটি সামজিক গবেষণার সামগ্রিক দিক নিয়ে তরুণ গবেষকদের ধারণা প্রদান করার পাশাপাশি গবেষণার কাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য অনুপ্রাণিত করা হয়। তরুণ গবেষকদের গবেষণা কাজে উৎসাহিত করতে এ কর্মশালা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি নিয়মিতভাবে গবেষণাধর্মী কর্মশালা ও সেমিনারের আয়োজন করে আসছে। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বার্তাবাজার/এসএইচ