সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । রোববার সকাল ১১ টার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়ার জাহাজঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ১ নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, গত ২৩ নভেম্বর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী মল্লিকের ছেলে আলম হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মারামারি এবং চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ১৬। এ মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ