বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে ঢাকাস্থ মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলের শহীদ নেতাকর্মীসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শ্রীপুর উপজেলা থেকে আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ৩১ দফা বাস্তবায়নে নিজেরা কীভাবে দলের সঙ্গে থাকতে পারবেন, ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন সে বিষয়েও বক্তারা নিজেদের মত তুলে ধরেন। একইসঙ্গে বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ তালিকা তৈরি এবং ভবিষ্যতে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কাজ বাস্তবায়নে ‘ঢাকাস্থ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের’ একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. জাহিদ হোসেন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুসা, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ মোশাররফ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জামাল শেখ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস‍্য ইঞ্জিনিয়ার সোহাগ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা জিহাদুল ইসলামসহ ঢাকার শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এসএইচ