নড়াইলের কালিয়া উপজেলার নিখোঁজের ৭ দিন পর মিল শওকাত লস্কার (৫০) নামের এক বাক প্রতিবন্ধি ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) সকালে নড়াইল কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা ডোবা থেকে ভ্যানচালক বাক প্রতিবন্ধির মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত,মো.শওকত লস্কার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে। পুলিশও পরিবার সূত্রে জানা যায়, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে অটোভ্যানসহ নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকত লস্কারের বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজ সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ৭ দিন পরে রবিবার সকালে কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেয়ার উদ্দেশ্যই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসএইচ