অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মো. মামুন-অর-রশিদ (২৪) নামে একজন বাংলাদেশীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির) সদস্যরা।

শনিবার (৩০ নভেম্বর) ধর্মঘর বিওপির টহলদল সীমান্তবর্তী সন্তোষপুর থেকে তাকে আটক করে। মামুন-অর-রশিদ রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাটিকাটার সাউগান ঘুটনটি গ্রামের মো.মোয়াজ্জেমের এর ছেলে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের চেন্নাই রাজমিস্ত্রী কাজের জন্য ২ বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। পরবর্তীতে শনিবার (৩০ নভেম্বর) ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ধর্মঘর বিওপির টহলদলের কাছে আটক হন। এসময় তার কাছে‌ ভারতীয় প্রসাধনী সামগ্রী-৪৪ পিছ পাওয়া যায়। মালামালসহ তার নামে মাধবপুর থানায় মামলা দায়ের করে আসামি হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস বিজিবি-২৫ বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি ) বদ্ধপরিকর। এই অভিযান চলমান থাকবে।

 

বার্তাবাজার/এসএইচ