ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় জিন্স প্লাস লিমিটেড নামের একটি কারখানায় বাৎসরিক অর্জিত ছুটির পাওনা টাকার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কারখানা সংলগ্ন নবীনগর -চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে সড়কের উভয়পাশে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদেরকে সড়ক থেকে সরিয়ে দেন।
জিন্স প্লাস লিমিটেডের একাধিক শ্রমিক জানান, আশুলিয়ার শ্রীপুর এলাকায় জিন্স প্লাস লিমিটেডের কারখানার শ্রমিকেরা বেশ কিছুদিন ধরো বাৎসরিক অর্জিত ছুটির টাকা পরিশোধের দাবি জানাচ্ছিলেন। গত বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। তবে বৃহস্পতিবার বিকেলের দিকে শ্রমিকদের অ্যাকাউন্টে পাওনা টাকার মধ্যে খুব সামান্য পরিমান টাকা ঢুকলে ক্ষুব্ধ হন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আজ শনিবার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
শনিবার (৩০ নভেম্বর) সকালে তাঁরা কারখানার সামনে গিয়ে অনিবার্য কারণে কারখানাটির সকল সেকশনে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে কারখানা সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বেলা সাড়ে ১১ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, আমাদের দাবি বাৎসরিক অর্জিত ছুটির সব টাকা দিতে হবে। দুইমাস আগে বলেছিলো আমাদের পাওনা টাকা দেয়া হবে। গত বৃহস্পতিবার অর্জিত ছুটির টাকা দেয়া হচ্ছেনা কেন জানতে চাইলে বিকেলে আমরা যা পাবো তার অর্ধেক, অর্ধেকের কম টাকা দেয়া হয়। এরপর বলা হইছিলো আজকে সমাধান করা হবে। কিন্তু আজ কারখানার এসে দেখি কারখানা বন্ধ।
অপর এক শ্রমিক বলেন, বৃহস্পতিবার লাঞ্চের আগে ছুটির টাকা দেয়ার কথা ছিলো। এরপর ওইদিন বিকেলে কিছু কিছু টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে। আজ শনিবার সমাধান দেয়ার কথা। সকালে কারখানার সামনে আইসা দেখি গেটে তালা। কারখানা বন্ধ। তাই সাড়ে ৯ টার দিকে রাস্তা ব্লক করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক উর্দ্ধতন কর্মকর্তা বলেন, শ্রম আইন অনুযায়ী বৃহস্পতিবার শ্রমিকদের টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু তারা নিয়মের বাইরে কিছু দাবি জানাচ্ছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে আশা করছি বিষয়টির সমাধান হয়ে যাবে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বার্তাবাজার/এসএইচ