ভোলায় পানিতে ডুবে গত জানুয়ারি থেকে ৩০শে নভেম্বর পযর্ন্ত ৪০ জন শিশুর মৃত্যু হয়েছে। ভোলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করছেন। অভিভাবকদের সচেতনতার অভাব এবং অসাবধানতার কারণেই এমনটি ঘটেছে বলে মনে করেন চিকিৎসকরা।
পরিসংখ্যান অনুযায়ী, শিশুদের পানিতে পড়া ও মৃত্যুর হার দিন দিন বাড়ছে। এক বছরে পানিতে পড়ার এ ৪০ সংখ্যাটি উদ্বেগজনক বলছেন চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ই জুলাই (বুধবার) পানিতে ডুবে মারা যাওয়া দুই বোনের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে বয়ে গেছে শোকের মাতম৷ নিহতরা হলেন, বাঘমারা গ্রামের শফিক মাতব্বরের মেয়ে হালিমা (৮) ও হাবিবা (৫)। শফিক মাতব্বর দুই সন্তান হারিয়ে নিঃসন্তান হয়ে তার স্ত্রীসহ মনোবল ভেঙে কোনভাবে জীবনযাপন করছেন। এছাড়াও গত ২৮শে অক্টোবর ভোলার তজুমদ্দিন উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনু হাওলার বাড়ীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুতে জেলা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তাসহ ও সকলের হৃদয় নেড়েছে।
পানিতে পরে শিশু নিহতদের মধ্যে ১ থেকে ৫ বছর বয়সের বেশি । ভোলা সদর উপজেলাসহ জেলার মোট ৭টি উপজেলায় ৪০ শিশুর মৃত্যুর খবর বেশ উদ্বেগজনক। এসকল শিশু এক-চতুর্থাংশ বর্ষার তিন মাসেই মৃত্যু হয়েছে৷ এসময় বর্ষার পানি ঘরের চারিপাশে ও বাড়ির পুকুর পানিতে টইটম্বুর ভরা থাকায় চোখের পলকেই শিশুরা পানিতে ঝাপ দেয়৷ এসকল শিশু মৃত্যুর রোধে অভিবাবকদের সচেতনতার বিকল্প নেই৷ সুজনের ( সুশাসনের জন্য নাগরিক) ভোলা জেলা সভাপতি মোবাসিরুল্লাহ চৌধুরী বলেন, পানিতে পড়ে মৃত্যুকে নীরব দুর্যোগ বলা যায়। অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা ও সচেতনতাই এ থেকে মুক্তির একমাত্র উপায়। অভিভাবকদের সচেতনতা ও সতর্কতার অভাবেই ফুটফুটে শিশুগুলোর করুণ মৃত্যু হচ্ছে। এ ধরনের মৃত্যু বেদনাদায়ক। সম্মিলিতভাবে সচেতনতা বাড়ানো গেলে এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হার কমানো সম্ভব
ভোলা নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.শাহাদাত হোসেন শাহীন বলেন, অনেক অভিভাবকের উদাসীনতার কারণে শিশুরা পুকুরে ডুবে মারা যায়। শিশুমৃত্যু কমাতে বাড়িসংলগ্ন পুকুর ও ডোবায় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই। সন্তানকে সাঁতার শেখাতে ব্যক্তি উদ্যোগ না বাড়ায় অনেক বড় ছেলেমেয়েও পানিতে ডুবে মারা যাচ্ছে। ভোলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাটি বেশ উদ্বেগজনক। অভিভাবকদের উচিত, শিশু বয়স থেকেই তাদের প্রতি বিশেষ যত্নশীল হয়ে সাঁতার শেখানো, সতর্ক দৃষ্টি রাখা ও যথেষ্ট সচেতন থাকা। বাড়িসংলগ্ন ডোবা, পুকুর ও ড্রেনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন।
বার্তাবাজার/এসএইচ