নওগাঁর ধামইরহাটে ফ্যাসিবাদ সরকারের পদত্যাগের দাবীতে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে ধামইরইরহাট সরকারি এমএম কলেজের আয়োজেন এ স্মরণ সভা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ধামইরহাট সরকারি এমএম কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো.জাহাঙ্গীর আলম। স্মরণ সভায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মোসা.মোসফেকা খানম,কলেজের স্টাফ কাউন্সিলর এর সেক্রেটারী প্রভাষক মো.শামীম উল হাসান,প্রভাষক মো.আব্দুল মতিন,ধামইরহাটের কৈগ্রামের সন্তান ফ্যাসিবাদ বিরোধে আন্দোলনে ঢাকার আশুলিয়াল নিহত শহীদ বায়েজিদ বোস্তামীর মা বেনু আরা বেগম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধামইরহাটের প্রতিনিধি মো.রিফাতুল হাসান চৌধুরী সৈকত,শিক্ষার্থী মো.আলমগীর হোসেন প্রমুখ।
পরে শহীদ বায়েজিদ বোস্তামীর মা বেনু আরা এবং তার একমাত্র ছোট বোন উম্মেল সালমা খাতুনের হাতে কলেজের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মো.জাহাঙ্গীর আলম শহীদ বায়েজিদ বোস্তামীর ভাই কে কলেজে মাস্টার রোলে চাকুরী এবং বোন কে লেখাপড়ার খরচ বহন করার ঘোষনা প্রদান করেন।
বার্তাবাজার/এসএইচ