ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইমরুল হাসান। এরআগে তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। শনিবার (৩০ নভেম্বর) জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকার ঘোষণা দেন। সেকারণে তার স্থলে সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হাসানকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরুল হাসান বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সুন্দর ও সফলভাবে করতে পারি; সেকারণে উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।
বার্তাবাজার/এসএইচ