বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সবার এখন ঐক্যবদ্ধ থাকার সময়। ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি, তাহলে আন্দোলনের বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো ষড়যন্ত্রকারীর শক্তি নাই আমাদেরকে পরাজিত করে। তারাই পরাজিত হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সরাইল অন্নদা স্কুল খেলার মাঠে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির একাংশের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাকর্মীদের ওপর বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, এমন কোনোদিন নেই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনো দিন নেই, রাত নেই শান্তিতে আমরা ঘুমাতে পেরেছি। কিন্ত সব জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে, ততদিন তরাই ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালোবাসা যদি থাকে তাহলেই রাজনীতি করা যায়।

এসময় রুমিন ফারহানা আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে পারলে নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক প্রমুখ।

 

বার্তাবাজার/এসএইচ