নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.রুবেল মিনা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্র হাজারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহাদারা খান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত,মো. রুবেল মিনা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্র হাজারী গ্রামের মো. আবু তালেব মিনার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,২৮ নভেম্বর বিকেলে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্র হাজারী বাজারে পাশে মশিয়ার মোল্যার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো.অহিদুর রহমান ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.রুবেল মিনাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ