ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন ও অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস
মুফতি আব্দুল মালেককে আহ্বায়ক ও মাওঃ আয়ুব খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিকে প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ঢাকা দঃ) মুফতি মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিম উদ্দিন শাহজামালী।কবিরপুর মাদ্রাসার মুহতামিম মাওঃ এনামুল হক,বুশরা মাদ্রাসার মুহতামিম মাওঃ মোবাশ্বির হোসেন আল কাসেমী, ফুলপুর উপজেলা যুব মজলিসের সভাপতি মাওঃ সামসুল হক, তারাকান্দা যুব মজলিসের সভাপতি মাওঃ মোফাজ্জল হক।
এইসময় বওলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওঃ বেলায়েত হোসেন,মাওঃ ফারুক হোসেন,শাহজাহান সরকার সাজু, মাওঃ ইলিয়াস হোসাইন মাওঃ সাদেক, মাওঃ ইব্রাহিম,মাওঃ শরাফ উদ্দিন,আবু তাহের, মাওঃ শামীম হোসেন।মুফতি রফিকুল ইসলাম, মাওঃ মাহবুব আলম, মুফতি সাদেকুল ইসলাম,বজলুল হক,শহিদুল হক,মাওঃ আব্দুল কাদির,নাজমুল ইসলাম সিহাব ও আবুচান প্রমুখ উপস্থিত ছিলেন।