ঝিনাইদহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী এর সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, উপজেলা কৃষি অফিসার নুর এ নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালিহা সুলতানা আইভি, হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক নিলু, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপন, মানবধিকার প্রতিনিধি আমিনুর রহমান টুকু, এনজিও প্রতিনিধি তহুরা খাতুন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম নিরব, সহকারি সমাজসেবা অফিসার শহিদুল হক ও মুক্তিযোদ্ধা প্রতিনিধি।
এসময় বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠি সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ৫৪ টি কার্যক্রম বাস্তবায়ন করছে। যা সামাজিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
বার্তাবাজার/এসএইচ