পাবনার মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে যানজট রোধে রাস্তার দু’ধারে ও ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পাবনা পৌর প্রশাসক শরীফ আহম্মেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ আদালত ফুটপাত ও রাস্তার দু’পাশ থেকে সরিয়ে দেয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।

এছাড়া তাদের সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এফ এম ফরিদুর রহিম সহ সেনাবাহিনী, পুলিশ, ট্রাফিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

বার্তাবাজার/এসএইচ