নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাফিক পুলিশের সচেতন মূলক প্রচারণা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে যশোর কালনা মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তায় মোটরসাইকেল,নসিমন বিভিন্ন গাড়ি থামিয়ে চালকদের সচেতন করেন,নড়াইল ট্রাফিক পুলিশ।

নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর নির্দেশনায় লোহাগড়া থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক (টিআই) ফারুক আল-মামুন ভুঁইয়ার তত্ত্বাবধানে এটিএসআই তারিকুল, কনস্টেবল সাইফুল এসময় উপস্থিত ছিলেন।

এসময় ট্রাফিক পুলিশের লোহাগড়া থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক (টিআই) ফারুক আল-মামুন ভুঁইয়া বলেন, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর স্যারের নির্দেশে সড়কের চালকদের সচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে পুলিশের এ সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

 

বার্তাবাজার/এসএইচ