কক্সবাজার টেকনাফে নাফনদীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা সহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ২ বিজিবির (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।

ধৃতরা হলো মিয়ানমার মংডু দারোগা পাড়া এলাকার কবির আহম্মদের ছেলে মো. আইমেস (২৫) ও মংডু মাংগালা এলাকার জাফর আলমের ছেলে মো. হাসান (১৮)।

তিনি জানান, বুঝবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাঙ্গীরের জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করে বিজিবি। রাত সাড়ে ৩ টার দিকে ২জন ব্যক্তি সাঁতরিয়ে নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করে সীমান্তে জাহাঙ্গীরের জোড়ার দিকে আসতে দেখে টহল দল তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে একজনের কোমরে ফিটিং অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক সহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

 

বার্তাবাজার/এসএইচ