ফুলপুরের হাট-বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল।দু-একটি দোকানে পাওয়া গেলেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম আদায় করা হচ্ছে।এ নিয়ে রীতিমতো ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন দোকানিরা।

এক সপ্তাহ ধরে উপজেলা সদরসহ অধিকাংশ মুদি দোকান থেকে বোতলজাত এ ভোজ্যতেলটি যেন বাজার থেকে হাওয়া হয়ে গেছে।তবে অধিক মুনাফালোভী দোকানিরা বোতলজাত সয়াবিন তেলের বোতল কেটে রাতের আঁধারে ড্রামে ঢেলে খোলা সয়াবিন হিসাবে বিক্রি করছেন অধিক দামে।এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। বুধবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

আগে ১৬৫ টাকা লিটার বিক্রি করা হলেও ২০ টাকা দাম বৃদ্ধি পেয়ে এখন তা ১৯০ থেকে ২০০ টাকা লিটার বিক্রি করা হচ্ছে। ফলে কোনও বাজারে সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না।অনেক দোকানি বেশি লাভের আশায় বোতল খুলে খোলা তেল হিসেবে বিক্রি করছে। তেল না পাওয়ায় ও বাড়তি দামে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।ভোক্তার পকেট কাটলেও এই নিয়ে মাথা ব্যথা আছে বলে মনে হয়নি ভোক্তা অধিদপ্তরের।

 

বার্তাবাজার/এসএইচ