চট্টগ্রামে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার এএসআই কামরুজ্জামান।
তিনি বলেন, মঙ্গলবার ভোর সাড়ে চারটার সময় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন কালুশাহ ব্রিজ ফকিরহাট রাস্তার বাম পাশে অবস্থিত একটি ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে একটি কালো-সিলভার রঙের Apache 4V মোটরসাইকেল উদ্ধার সহ ও উক্ত মোটরসাইকেল চুরি করা ব্যক্তি মেহেদী হাসান প্রকাশ মুন্না (২৬)-কে গ্রেফতার করা হয়।
বার্তাবাজার/এসএইচ