ফরিদপুরের আলফাডাঙ্গায় আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনের লক্ষে স্থানীয় টিউবওয়েল মিস্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফ সিআর ওয়াস প্রোগ্রাম-জিওবি’র সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অভিদপ্তর। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থানের ৪২ জন টিউবওয়েল মিস্ত্রী অংশ নেয়।

অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন। এসময় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, ইউনিসেফ জিওবি প্রোজেক্ট ম্যানেজার ইখতেখার আলম ও সিনিয়র হাইড্রো জিও লজিস্ট মো. আনিসুর রহমান রানা।

 

বার্তাবাজার/এসএইচ