ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) আশুগঞ্জের তালশহরের নাওঘাট রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) এসআই (নিঃ) সুব্রত বিশ্বাস জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন তালশহর এলাকায় নাওঘাট রেললাইনে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ মারা যায়৷ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানিয়েছেন।

 

বার্তাবাজার/এসএইচ