সিরাজগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রবিন শেখকে দীর্ঘ ৮ বছর পরে গ্রেফতার করেছে র্যাব-১২। দীর্ঘ আট বছর পলাতক থাকার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর থানার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ জানায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ বকেয়া টাকা উত্তোলনের জন্য উল্লাপাড়ায় যান। রাত ১০টা পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও পরে তার খোঁজ মেলে না। পরদিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামিমের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে ২০১৬ সালের ৭ই জুন উল্লাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত রবিন শেখসহ তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
র্যাব-১২ এর অধিনায়ক মো. কামরুজ্জামানের দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতে সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে রবিন শেখকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিন শেখ (২৬), সিরাজগঞ্জ সদর থানার মাহমুদপুর এলাকার ২ নম্বর গলির বাসিন্দা এবং মো. ফরহাদ শেখের ছেলে। গ্রেফতারের পরে রবিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাও হয়েছে বলে র্যাব সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছে।
বার্তাবাজার/এসএইচ