জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আঞ্জুম শাহরিয়ার বলেন, “আমাদের পাশের দেশের অন্যতম রাজনৈতিক এজেন্ডা হচ্ছে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদের মাধ্যমে পূর্বে বাংলাদেশকে অখন্ড ভারতের একটি অংশ হিসেবে দেখানোর দুঃসাহস তারা দেখিয়েছেন। এই হিন্দুত্ববাদকে ব্যবহার করে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করেছে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে চিন্ময় নামের এক উগ্র সন্ত্রাসীকে যখন গ্রেফতার করা হয়েছে তখন ইসকন নামের উগ্রবাদী সংগঠনের সন্ত্রাসীরা চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদ সাইফুল ইসলাম আলিফ, তার চেতনাকে আমরা ধারণ করব। আমরা বাংলাদেশ থেকে এরকম উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে নিষিদ্ধ করতে এবং সাইফুল উসলাম আলিফের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”
জানাজা শেষে সাইফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন শিক্ষার্থীরা। এদিকে আজ (২৭ নভেম্বর) বাদ আসর আইনজীবী সাইফুল ইসলাম আলিফের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে দোয়া মাহফিল ও তাঁর হত্যার বিচারের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বার্তাবাজার/এসএইচ