আ.লীগ সমর্থক হওয়ায় ও দাবীকৃত চাঁদা না দেয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক প্রবাসিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

সন্ত্রাসীদের হামলায় আহত কামাল হোসেন (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনবস্থায় মারা যান। বুধবার (২৭ নভেম্বর) মঠবাড়িয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠান। গত (২৩ নভেম্বর) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রাম নিজ বাড়ি থেকে প্রবাসি কামাল হেসেনকে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে যখম করে। নিহত কামাল ওই গ্রামের মৃত. মো. রুস্তুম হাওলাদারের ছেলে।

নিহতের বোন ফরিদা বেগম জানান, আওয়ামীলীগ করার অপবাদ দিয়ে ২ লাখ টাকা চাঁদার দাবিতে গত ২৩ নভেম্বর আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে সাপলেজা মাছ বাজারে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে ও কাগজে জোর-জবরদস্তি করে স্বাক্ষর নেয়। এ ঘটনায় আমার ভাই নিজেই বাদি হয়ে ২৫ নভেম্বর শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মোঃ রুবেলের বিরুদ্ধে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দেন। হামলার সময় ৯৯৯ ফোন দিয়েও কোন প্রকার সাড়া পায়নি। পরে ভাই কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের হয়রানী করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পরে লেগেছে। মঠবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান লিখিত অভিযোগের সত্যাতা নিশ্চিত করে বলেন, হামলাকারিদের ডেকে এনে মিমাংসা হয়ে যাবার পরামর্শ দেয়া হয়েছিলো। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি ইউ ডি মামলা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

বার্তাবাজার/এসএইচ