ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে একযোগে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন, সকল ধর্মের মানুষই এদেশে বাস করে , এদেশ সবার।তাই ষড়যন্ত্র করে কেউ যেন বিশৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে সে জন্য সচেতন থাকতে হবে।
ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে, উস্কানী দিয়ে অস্থিরতা সৃষ্টি করলে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, জেলা বিএনপির সভাপতি এম এ মান্নান , সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, হেফাজতে ইসলামের জেলা আমীর মুফতি মুবারক উল্লাহ , জেলা বারের সভাপতি একেএম কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন , সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ প্রমুখ।
সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসএইচ