ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জলাশয় ভরাটের দায়ে থানায় অভিযোগ করেছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা। নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এসএম রাসেল মাহমুদ বাদি হয়ে জালশুকা গ্রামের আবদুল করিমের ছেলে ডা. রুহুল আমিন ও একই গ্রামের মৃত: আবদুল হান্নানের ছেলে সফিক মিয়ার (সম্পর্কে চাচা ভাতিজা) বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

গোসাইপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এসএম রাসেল মাহমুদ বলেন, জালশুকা গ্রামে রাস্তার পাশে নালা ও ডোবা ভরাট করছে অভিযুক্তরা। আমরা খবর পেয়ে একাধিকবার বাঁধা প্রদান করেছি। তারা আমাদের বাঁধা ও নিষেধ অমান্য করে জলাশয়টি ভরাট করার চেষ্টা করেছে। বিষয়টি আমার উর্দ্ধতনকে জানালে থানায় অভিযোগ করার নির্দেশ দেন। আমি সে মোতাবেক বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে অভিযুক্ত ডা. রুহুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে না পেয়ে তার ভাতিজা সফিক মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমার চাচা ডা. রুহুল আমিন এই জায়গায় একটি কিন্ডার গার্টেন স্কুল করতে চায় তাই তিনি জায়গাটি ভরাট করতে চাইছেন। নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা বলেন, আমরা তাদেরকে অসংখ্যবার বারণ করেছি জলাশয় ভরাট করা যাবে না। আমাদের নির্দেশ অমান্য করে জলাশয়টি ভরাট করার অপরাধে আমরা থানায় অভিযোগ দিয়েছি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমাদেরকে যখন ডাকা হবে আমরা যাবো।

এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী জানান, ভূমি মালিকানা ও ব্যবহার আইন ২০২৩ লঙ্ঘন ও সরকারি কাজে বাঁধা প্রদান ১৮৬০ এর ১৮৬ ধারার অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ