ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় আটক করেছে ২৫ (বিজিবি)’র সদস্যরা। মুকুন্দপুর বিওপির টহলদল এসব কাপড় আটক করেন।

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে সীমান্তে বিজয়নগর কামালমোড়া এলাকা থেকে ১৮৫১.৩০ মিটার ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় আটক করে। পরে আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়। যার বাজার মূল্য ৮৩,৩০,৮৫০/- (তিরাশি লক্ষ ত্রিশ হাজার আটশত পঞ্চাশ) টাকা।

 

বার্তাবাজার/এসএইচ