পটুয়াখালীর কুয়াকাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(৬জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মো:সোয়াইব মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মহিপুর বাজার,আলীপুর বাজার,কুয়াকাটা পর্যটন এলাকায় মুদি দোকান,সবজি দোকান ও খাবার হোটেলে নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন, ফ্রিজে কাঁচা মাছ মাংসের মধ্যে রান্না করা খাবার রাখা, মুল্য তালিকা না থাকা, বাজার মুল্যের চেয়ে বেশী দাম রাখাসহ বিভিন্ন অপরাধে ৫টি মুদি দোকান,২ টি খাবার হোটেল ও একটি কাঁচা তরকারির দোকানে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কলাপাড়া উপজেলার স্যানিটারি অফিসার মেনাল কান্তি দেবনাথ ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/রাহা