রুকনদের ভোটে নির্বাচিত ২০২৫-২৬ সেশনের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন ও পৌর আমির ওয়াহিদুল ইসলাম শপথগ্রহণ করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার ফলিয়া বাজারে দলটির দলীয় কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান, জেলা জামায়াতের আমীর মাওলানা বদরউদ্দীন আহমেদ।
এসময় জেলা জামায়াতের প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি মো. আবু ইউনুস, জেলা জামায়াতের নির্বাচন কমিশনারের সহকারী অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে দায়িত্বশীল নেতা-কর্মীদের প্রতি আত্মগঠন ও পরিবার গঠনের প্রতি বিশেষ জোর দেওয়ার আহবান জানান। পাশাপাশি প্রত্যেককে তার আগামী এক বছরের কর্মপরিকল্পনা এমনভাবে গ্রহণ করার দিকনির্দেশনা দেন, যেন তাতে দক্ষ ও শপথবদ্ধ জনশক্তি অন্তত দ্বিগুণ করা যায়।
পরিশেষে নব নির্বাচিত উপজেলা ও পৌর আমীর দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক চেয়ে দোয়া পরিচালনার মাধ্যমে শপথ অনুষ্ঠান শেষ হয়। এরআগে গত ২১ নভেম্বর রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা শাখার মাওলানা কামাল হোসাইন ও পৌর শাখার ওয়াহিদুল ইসলাম আমীর নির্বাচিত হন।
বার্তাবাজার/এসএইচ