চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেছে।

সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আজ ২৭শে নভেম্বর বুধবার সুপ্রিম কোর্ট সহ সারাদেশের সকল জেলা বার সমূহে বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করেছেন। সংশ্লিষ্ট সকল জেলা বার সমূহকে আজ দুপুর ১ টায় নিজ নিজ বারে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন। কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে সুপ্রিম কোর্ট বারে আজ দুপুর ১ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেওয়া হয়।