কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া দেড় নাম্বার স্লুইস গেইট এলাকা হতে মাদকের চালানটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, নাজির পাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার হতে একটি মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। রাত দেড়টার দিকে ৬ জন ব্যক্তি সাঁতরিয়ে নাফনদীর শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যান্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে তাদের ধাওয়া করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা কয়েকটি ব্যাগ ফেলে নদীর তীরে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ লাখ ৪৮ হাজার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকগুলো পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/এসএইচ