কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার ও অপহরণ চক্রের নারী সহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতরা হলেন- টেকনাফ টেকনাফ সদর ইউনিয়নের পুরান পল্লান পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাইফুল (২২), মাঠপাড়া এলাকার কবিরের স্ত্রী মরিয়ম (৫০) ও রবিউলের স্ত্রী নছিমা আক্তার (৫০)। আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া থেকে ভিকটিমসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দীন।

তিনি বলেন, গতকাল (২৫ নভেম্বর) সকালে সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে দুই রোহিঙ্গা নাগরিক অপহরণের ঘটনায় টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ আসে। অভিযোগটি আমলে নিয়ে আজ সকালে স্থানীয়দের সহযোগিতায় মাঠপাড়ায় অভিযান চালিয়ে বালুখালী ক্যাম্পের আবুল বাসেরের ছেলে শামসু (৫০), বালুখালী ক্যাম্প ১১ এর আব্দু শুক্কুরের ছেলে আনিসুল আলম (২৮) কে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার দ্বায়ে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুই জন নারী রয়েছেন।

অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহন করে ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। একই সাথে আপহৃতদেরকে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

বার্তাবাজার/এসএইচ