পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বড় মাছুয়া ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগ নেতারা। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে তাকে কোপানো হয়।

আহত জামাল হাওলাদার (৩৫) বড় মাছুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম – আহ্বায়ক । স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জামাল হাওলাদার এবং আবদুস সত্তার কে কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা রুম্মান (২৫), ইমন (২২), সাব্বির (২২) ও তাদের সঙ্গে থাকা ৫-৭ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা ঘটনা স্থান থেকে আহত যুবদল নেতা জামাল হাওলাদার ও আবদুস সত্তার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এই বিষয়ে জানতে চাইলে এক প্রত্যক্ষদর্শী বলেন ইমন এবং সাব্বির মেয়েদের নিয়মিত উত্ত্যক্ত করেন এর প্রতিবাদ করায় যুবদল নেতা জামালের উপর অতর্কিত হামলা করেন রুম্মান,সাব্বির এবং ইমন। ইমন এর আগে ইভটিজিং মামলায় একাধিকবার জেল খেটেছেন। উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন দেশবাসী জানেন আওয়ামী সন্ত্রাসীরা সারাদেশে অস্থিতিশীল করার পাঁয়তারা করতেছে তার ধারাবাহিকতায় যুবদল নেতা জামাল হাওলাদার এর উপর অতর্কিত হামলা করে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

মঠবাড়িয়া থানার কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তাবাজার/এসএইচ