পটুয়াখালীতে জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটায় ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সুলতান মাহমুদের সভাপতিত্বে ও আল মামুন এর সঞ্চালণায় নবগঠিত কমিটির আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব মোহাম্মদ মাসুদ আলম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমাদের মধ্যে ঐক্য থাকলে আমাদের সমৃদ্ধি হবেই। কেন্দ্রীয় অনেক কমিটি থাকলেও আমাদের সুখ-দুঃখগুলো প্রকাশ করতে পারি না। সেই স্থান থেকেই স্থানীয়ভাবে সংগঠন তৈরির কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনকে সংগঠিত করে শিক্ষকদের সাথে হওয়া বিভিন্ন বৈষম্য থেকে মুক্তির জন্য বেসরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের কোনো বিকল্প নেই।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুলতান মাহমুদ, কির্তিবাস চন্দ্র পাল (বিদ্যুৎ), আনিসুর রহমান সোহেল, মাহবুব হাসান, মো. ইসমাইল হোসেন, মো. আল মামুন, আবু কায়েস, মো. শাখাওয়াত হোসেন, কুদ্দুসুর রহমান, সুমন রেজা, মো. তরিকুল ইসলাম, মো. বশির উদ্দিন, মো. বাবুল হোসেন, মো. জাহাঙ্গির আলম ও সুলতান মাহমুদ।
বার্তাবাজার/এসএইচ