চট্টগ্রামে দেশীয় অস্ত্র ও গুলি সহ কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত মহিউদ্দিনকে গ্রেফতার করেছে আকবরশাহ্ থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল টায় স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত ও ভূমিদস্যু মহিউদ্দিন প্র. ডাকাত মহিউদ্দিন (৩৫)-কে আকবরশাহ থানাধীন মীর আউলিয়া মাজারের উত্তরে রেললাইনের পূর্ব পাশে খোলা মাঠ থেকে গ্রেফতারপূর্বক তার হেফাজত থেকে একটি এলজি, একটি পাইপ গান ও ৫টি কার্তুজ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করে। এ সংক্রান্তে আকবরশাহ্ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ