চট্টগ্রামে রাউজান থানার একাধিক হত্যা এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক’কে দীর্ঘ ২২ বছর পর মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম। তিনি জানান, র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার মামলা নং- ০৫(০৫) ২০০২, জিআর-৯৩/০২, ধারা-৩০২/৪৩ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন হোটেল সোনালীর সামনে অবস্থান করেছ।
উক্ত তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত (২৫ নভেম্বর) ১২.৪৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আজিজুল হক (৫১), পিতা-আব্দুল মোনাফ, সাং-উত্তর হিংগলা, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামি বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। এছাড়াও সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতি সংশ্লিষ্ট ১২টি মামলার তথ্য আছে বলে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ