নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান মন্তব্য করে বলেছেন, দেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বৃহস্পতিবার (৬ জুলাই) পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি আহসান হাবিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠাের অবস্থানে রয়েছে। একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার, সেই কাজগুলোই আমরা করব।
তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছ ভোট হয়। এর মাধ্যমে পক্ষপাতিত্ব বা অনিয়ম করার কোন সুযোগ নেই। তাই ইভিএম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রাণী ধর, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফাসহ আরও অনেকে।
বার্তা বাজার/জে আই
বার্তা বাজার/জে আই